নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী। মঙ্গলবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, সরকার ভালো একটি নির্বাচন করতে চায়। জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে আমরা তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব ইউনিয়নে বিশৃঙ্খলার খবর আসছে সেখানে আমাদের বিশেষ নজর রয়েছে। তিনি আরো বলেন, যেকোন মূল্যে আমরা সখীপুরবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চাই। এর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় অফিসার ইন-চার্জ একে সাইদুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ প্রস্তুত রয়েছে। নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার সবই করা হবে। নির্বাচনী ইউনিয়ন গুলোতে পলিশি টহলল জোরদার করা হয়েছে। যেসব এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে পলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, কাকড়াজান ইউনিয়নের রিটার্নিং অফিসার মনসুর আহমেদ, চেয়ারম্যান আনসার আলি আসিফ, ইউসিসিএ লি: এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা নিরপেক্ষ ও সুষু নির্বাচন করতে প্রসাশনের প্রতি দাবি জানান।


