নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার পল্লী ভবন মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ পূর্ববর্তী এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান খান ফরিদ, বিএডিসির সহকারী পরিচালক মাহমুদুল হাসান মোর্শেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা খাতুন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সোলায়মান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।