নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলা রোডে ৫০ হাজার টাকার একটি ব্যান্ডেল কুড়িয়ে পায় ধনঞ্জয় সরকার নামের এক হিন্দু যুবক। গত ৯ মে সকালে “সখীপুর পৌরসভার যেকোন এক সড়ক থেকে কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাগুলো নেওয়ার জন্য অনুরোধ করা হলো” লিখে ধনঞ্জয় তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। মোবাইল নম্বরসহ স্ট্যাটাস দেওয়ার দুইদিন পর গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান মিঞা উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাগুলো গ্রহণ করেন। ধনঞ্জয় উপজেলার কালিদাস গ্রামের চারু মোহনের ছেলে।

ধনঞ্জয় সরকার সখীপুর বার্তাকে বলেন, টাকাগুলো পেয়ে সাংবাদিক মোজাম্মেল হক সজল ভাইয়ের কাছে পরামর্শ চাই। পরে তাঁর পরামর্শে আমি ফেসবুকে স্ট্যাটাস দেই। দুইদিন পর আবদুল মান্নান চেয়ারম্যান ফোন করে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাগুলো বুঝে নিয়েছেন। টাকাগুলো ফেরত দিতে পেরে আমি খুবই আনন্দিত।
চেয়ারম্যান আবদুল মান্নান মিঞা বলেন, এখনো মানুষ সৎ আছে। তার প্রমাণ ধনঞ্জয় নামের ওই যুবক। টাকাগুলো ছিলো বিজিএফ ফান্ডের। ব্যাংক থেকে টাকাগুলো নেওয়ার সময় মোটরসাইকেলের পেছনের একটি ব্যাগ থেকে পড়ে যায়। দুইদিন পর টাকাগুলো ধনঞ্জয় সরকারের কাছ থেকে ফেরত পেয়েছি।
–এসবি/সানি