নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাল্যবিয়ের অপরাধে বর ফাহিমকে(২৩) এক বছরের কারাদণ্ড এবং বরের পিতা ফজলুল হককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ আদেশ দেন। এসময় বাল্যবিয়ে পড়ানোর অপরাধে মসজিদের ঈমাম আয়েন উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গড়গোবিন্দপুর গ্রামের হলুদিয়াচালা এলাকার জিয়ার উদ্দিনের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জ্যোতি আক্তারকে একই উপজেলার কচুয়া গ্রামের ফজলু মিয়ার ছেলে ফাহিমের সঙ্গে বিয়ে দেওয়া হয়। নিকাহ রেজিস্ট্রি না করে স্থানীয় মসজিদের ঈমাম আয়েন উদ্দিন ওই বিয়ে পড়ান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আসমাউল হুসনা লিজা বলেন, বাল্যবিয়ের অপরাধে বর ও বরের পিতা এবং ঈমামকে সাজা দেওয়া হয়েছে।


