নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির উদ্যোগে এতিমদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির বিএএফ শাহীন কলেজ মাঠে ১২০ জন এতিম শিশুর হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী, পায়জামা ও টুপি তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলার নলুয়া মোল্লাপাড়া হাফিজিয়া মাদরাসা, গড়গোবিন্দপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদরাসা, কচুয়া হযরত যায়েদ বিন সাবেত (রা:) মাদরাসা ও হাতিবান্ধা মাওলানা পাড়া শিশু পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, গুড়োদুধ, পেঁয়াজ, সেমাই-চিনি, লবণ ও সাবান বিতরণ করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমোডর মঞ্জুর কবীর ভূঁইয়া (BUP, NDC, NSWC, ASWC, PSC), প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ১০০৬ জন দুস্থ ও অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
-এসবি/সানি