নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জুনিয়র কনসালটেন্ট ডা. শাহিনুর আলম, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. এ এন সায়হাম, ডা. সাইফুল্লাহ্ আল আজাদ, সাংবাদিক সাইফুল ইসলাম সানি, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. কানিজ ইয়াসমীন প্রমুখ আলোচনায় অংশ নেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

–বার্তা ডেস্ক