32.7 C
Dhaka
Tuesday, August 19, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতার হামলা

সখীপুরসখীপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতার হামলা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত ভাইস-চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর নেতৃত্বে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালানো হয়। হামলায় বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ (৭২) আহত হয়েছেন। তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধার ছেলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাদী হয়ে কাজী আশরাফ সিদ্দিকীসহ সাতজনকে আসামি করে সখীপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, শুক্রবার সকাল ৯ টার দিকে সখীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের জেলখানা মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদের বাড়িতে জাপার বহিষ্কৃত নেতা কাজী আশরাফ সিদ্দিকী ১০-১২ জন অনুসারী নিয়ে হামলা চালান। হামলায় বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ আহত হন। আশেপাশের লোকজন এগিয়ে পেলে হামলাকারীরা চলে যায়। মামলায় উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি ফরমান আলীকেও আসামী করা হয়েছে।মামলার বাদী নাজমুল হাসান বলেন, দল থেকে বহিষ্কৃত নেতা কাজী আশরাফ সিদ্দিকী লাঠিসোটা নিয়ে আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে আমার অসুস্থ মুক্তিযোদ্ধা বাবা আহত হন। এসময় তারা একটি ল্যাপটপ ও কিছু টাকা নিয়ে যায় বলে তিনি জানান। আশরাফ সিদ্দিকী বলেন, আমার বোনের বাসায় আমি গিয়েছিলাম বেড়াতে। সে আমার পিতৃতুল্য। হামলার কোন ঘটনা ঘটেনি। সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্য একটি সূত্রে জানা যায়, যাতে বাড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles