নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার বৈলারপুর বাজার বণিক বহুমুখি সমবায় সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বার আমিনুল ইসলাম সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জানা যায়, আগামি ২১ ডিসেম্বর বৈলারপুর বাজার বণিক সমিতি ভোট গ্রহণের দিন নির্ধারণ করে উপজেলা সমবায় অফিস। ওই নির্বাচনে ১০ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়। নির্বাচনে শুধু সভাপতি পদে ২ জন মনোনয়নপত্র ক্রয় করেন। আর সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। উপজেলা সমবায় অফিসার খোদেজা খানম বলেন, বৈলারপুর বাজার বণিক সমিতির নির্বাচনে আমিনুল ইসলাম ও ফজলুল হক সভাপতি পদে মনোনয়ন ফরম ক্রয় করেন।
এদের মধ্যে ফজলুল হক প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া আমিনুল ইসলাম ২য় বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়। এসময় শরিফুল ইসলাম পাপ্পু, আব্দুল আজিজ, আরিফ হসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


