27.9 C
Dhaka
Sunday, August 17, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে ব্যক্তি উদ্যোগে প্রাথমিক শিক্ষিকার খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশশিক্ষাসখীপুরে ব্যক্তি উদ্যোগে প্রাথমিক শিক্ষিকার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশ। দুস্থ ও দরিদ্র মানুষের ঘরে খাবার নেই। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ। এ অবস্থায় সখীপুর উপজেলার নিশ্চিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা নিজের প্রথম মাসের বেতনের টাকা দিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার তিনি উপজেলার কচুয়া গ্রামে এসব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ওই শিক্ষিকার নাম মিনি আক্তার। তার বাড়ি উপজেলার কচুয়া গ্রামে। তিনি সরকারী সা’দত কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কচুয়া গ্রামের বাসিন্দা মাইনুল ইসলাম মুক্তার স্ত্রী। মিনি ২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মার্চ মাসে যোগদান করেন।

শিক্ষিকা মিনি আক্তার

তার প্রথম মাসের সম্পূর্ণ বেতনের টাকায় প্রায় শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি আটা, ৩ কেজি চালের সঙ্গে ২০০ শত করে নগদ অর্থও বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে ওই শিক্ষিকার স্বামী মাইনুল ইসলাম মুক্তা জানান, আমার সহধর্মিণী অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করায় আমি তার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি সমাজের বিত্তবানদের  দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবানও জানান তিনি।
এ বিষয়ে সখীপুর উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন,
করোনাকালে সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানো উচিৎ। তিনি বলেন, আমাদের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের পাশে এগিয়ে এসেছেন এটি খুবই ইতিবাচক দিক। ওই শিক্ষকের এমন দৃষ্টান্ত দেখে অন্য শিক্ষকরাও অনুপ্রেরণা পাবেন বলে আমার বিশ্বাস। তিনি ব্যক্তি উদ্যোগে ত্রাণ দেওয়া ওই শিক্ষকের সফলতা কামনা করেছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles