নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ভিক্ষুকদের পাশে দাঁড়াল ‘পাশে আছি’ সংগঠন। বৃহস্পতিবার দিনব্যাপী আনন্দ-উৎসবে মেতে উঠেছিল ২৫ জন অসহায় ভিক্ষুক। তাঁদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছিল মজার মজার বিভিন্ন খেলা ও গানের প্রতিযোগিতা। করা হয়েছে পুরস্কৃত। দুপুরে দেওয়া হয়েছে তাঁদের পছন্দের খাবার। বিদায় বেলায় হাতে তুলে দেওয়া হয়েছে কিছু নগদ অর্থ। ভিন্ন ধরনের আয়োজনটি করেছিল ‘পাশে আছি’ সংগঠন। সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে এ আনন্দ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম। সংগঠনের সভাপতি হারুন মাহমুদের সভাপতিত্বে সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্যাপদ গবেষক প্রিন্সিপাল আলীম মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ সংগঠনের উপদেষ্টা শামীম আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন দুর্জয় প্রমুখ বক্তব্য দেন। সংগঠনের সভাপতি হারুন মাহমুদ বলেন, ভিক্ষাবৃত্তি অনুৎসাহিত, আত্মকর্মসংস্থান সহযোগিতাসহ নিরন্তর কল্যাণে অসহায়দের পাশে থাকবে ‘পাশে আছি’।
