নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী। শুক্রবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এএসপি আব্দুল মতিন (বাসাইল-সখীপুর সার্কেল), ওসি (তদন্ত) লুৎফুল কবীর, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাংবাদিক ইকবাল গফুর, সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক পান্না, হামিদপুর গণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপিত ডা. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


