নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় একটি বসতবাড়িতে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কালিদাস বাজার এলাকার ইমরান হোসেনের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় মাদকসেবী মাসুম মিয়ার (২৫) নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি দল এ তান্ডব চালিয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিদাস বাজার এলাকার নূরুল ইসলামের ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরেই তার বন্ধুদের নিয়ে প্রতিবেশী ইমরানের পেঁয়ারা বাগান ও বাসতবাড়ির পাশে মাদক সেবন করে আসছে। ইমরান প্রায়ই তার বাড়ির আশপাশে মাসুম ও তার বন্ধুদের মাদক সেবনে নিষেধ করে। শনিবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বির্তক ও হাতাহাতিও হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার পর মাদকসেবী মাসুম ১২ থেকে ১৫ জনের সংঘবদ্ধ দল নিয়ে ইমরানের বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করে। বিষয়টি সখীপুর থানায় জানালে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযোগকারী ইমরান জানান, রাতে বৃস্টি হওয়ার সুযোগে এলাকার ওই চিহ্নিত মাদকসেবীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে। ওরা বেড়ার টিন পর্যন্ত চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
-এসবি/সানি