নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম ও গণি’র লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে “মুক্তিযুদ্ধের কবিতা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজি বাদলসহ
মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ নিয়ে বীরমুক্তিযোদ্ধা এমও গণি বলেন, মুক্তিযোদ্ধের ইতিহাস নিয়ে বইটি রচিয়তা হয়েছে। বইটি পাঠক মহলে সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। যুব সমাজ বইটি পড়লে ৭১ এর মুক্তিযুদ্ধ সর্ম্পকে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে।

