32.2 C
Dhaka
Friday, August 29, 2025

সখীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে বন বিভাগের জমি বিক্রির অভিযোগ

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন...

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

সখীপুরসখীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

ইসমাইল হোসেনঃ

সখীপুরে কালিয়া ও কাকড়াজান ইউনিয়নের ১৬৬ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে বড়চওনা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ও সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আমান উল্লাহ আমানের ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ মার্চ উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা মুক্তিযোদ্ধারা বলেন, ‘স্থানীয় মেম্বার ও সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধাদের যে সম্মান জানাচ্ছে এতে আমরা গর্বিত। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সময়ে স্বল্প অস্ত্র নিয়ে পাকিস্তানিদের সঙ্গে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। তারা মুক্তিযুদ্ধের সেই সময়ের দিনগুলি স্মৃতিচারণ করেন।’
ওই অনুষ্ঠানে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুর হাসানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম ও গণি, কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক খান মোহাম্মদ সেলিম, মোঃ আয়নাল হক, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম তালুকদার প্রমুখ বক্তব্য দেন।
এর আগে দিনব্যাপি ক্রীড়া, সাংস্কৃতিক ও নাট্যঅনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিশেষ আকর্ষণ হিসেবে মুক্তিযোদ্ধাদের নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles