নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে সখীপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল সিকদার, সদস্য সচিব নাছির উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব কায়সার কাশেম প্রমুখ।