নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি’র উদ্যোগে সখীপুরের মোখতার ফোয়ারা চত্ত্বরে বৃহস্পতিবার বিকেলে দেড়শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি সরোয়ার পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রিপনের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি’র সম্মানিত পরিষদ সদস্য আব্দুর রহিম দিপু, ফজলুল হক বাপ্পা, প্রতিষ্ঠাতা সভাপতি শাহআলম সৈকত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ্যাড. এস.এম. মাজহারুল ইসলাম মেশকাত, সহ-সভাপতি বিল্লাল হোসেন, শাহিদা আমিন, আজীবন সদস্য কামরুল হাসান আজাদ, সহ-সভাপতি ইঞ্জি. মাসুদ সিকদার, আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রিদুয়ান নাজমুল রিয়ন, সিরাজুস সালেকীন সিফাত, যোগাযোগ ও পরিবহন সম্পাদক সোলায়মান হোসেন, ধর্ম সম্পাদক শাহাদত হোসেন জসীম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, পলাশতলী মহাবিদ্যালয়ের প্রভাষক ফরহাদ হোসেন প্রমুখ।

