নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে লকডাউন বিধিনিষেধ না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পৌরসভার জেলখানা মোড়, উপজেলার বউ বাজার ও কালিদাস বাজারের ছয় ব্যবসায়ীকে ৬টি মামলায় ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও চিত্রা শিকারী বলেন, লকডাউনে অপ্রয়োজনীয়’ দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও রাতে কয়েকটি দোকান খোলা রেখেছিল। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


