নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদারের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার আটটি ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে কাহারতা রামখা বাংলাবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, সাবেক ইউপি চেয়ারম্যান জামাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।


এসময় জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১টি সেমাই, সাবান, ও গুঁড়ো দুধ প্যাকেট করে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের হাতে দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণের জন্য তুলে দেওয়া হয়।
এ বিষয়ে আলহাজ্ব শওকত শিকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের এ মহামারীতে অসহায়দের পাশে থাকতে চেষ্টা করেছি। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

