নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল -এর ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সরকারি মুজিব কলেজ শাখা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এসময় শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাম শিকদার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার রকিবুল হাসান বিজয়, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হৃদয়, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কলেজ শাখার আহবায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহবায়ক শিকদার রনি, সুমন সীমান্ত, সেলিম আল মামুন, তাওহীদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। সেদিন নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে। সে সময় রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
–এসবি/সানি