নিজস্ব প্রতিবেদকঃ মাস্ক পরার অভ্যেস , করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগানে দেশব্যাপী শুরু হয়েছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের সখীপুর থানার আয়োজনে গত ২১ মার্চ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মাস্ক বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে বুধবার সকালে পৌর এলাকায় সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়। তিনি বলেন, ‘দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ পুলিশের নানা ধরণের কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য আমরা সচেতনতা বাড়াতে কাজ করছি। অনেকেই রাস্তায় চলাচল করছে মাস্ক ছাড়া তাদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।


