ইসমাইল হোসেনঃ সখীপুরকে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ উপলক্ষে সখীপুর থানার আয়োজনে মোটরসাইকেল মহড়াটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নবাগত ওসি একে সাইদুল হক ভূ্ঁইয়ার নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। ওসি সাইদুল হক বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রতিটি নাগরিকের পুলিশের সেবা প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করা হবে। দেশ থেকে মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মহড়ায় ওসি (তদন্ত) লুৎফুল কবীর, সেকেন্ড অফিসার বদিউজ্জামানসহ পুলিশ সদস্যরা অংশ নেয়।


