27.6 C
Dhaka
Wednesday, August 20, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে ১ একর জমির লাউয়ের মাচাং ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা, হতাশায় উদ্যোক্তারা

অন্যান্যকৃষিসখীপুরে ১ একর জমির লাউয়ের মাচাং ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা, হতাশায় উদ্যোক্তারা

সাইফুল ইসলাম সানি: সখীপুরে এক একর জমির লাউয়ের মাচাং ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ভোররাতে উপজেলার কালিদাস খামারচালা এলাকায় স্বপ্ন বিলাস এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। মাসখানেক আগেও ওই ফার্মের জাল দিয়ে তৈরি সীমানা বেড়ায় আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। পরপর দু’টি ঘটনায় ফার্মের উদ্যোক্তা সাখাওয়াত হোসেন ও আশিক ইকবাল বাদল হতাশায় ভেঙে পড়েছেন।

রোববার সরেজমিনে ওই বাগানে গিয়ে দেখা যায়, প্রায় এক একর জমির উপর রোপণ করা দেশি লাউয়ের মাচাংটি মাটিতে পড়ে রয়েছে। গাছগুলোতে হাজার হাজার ছোট ছোট লাউ ধরেছে। ওই ফার্মের শ্রমিক পরিতোষ বর্মণ জানান, ভোররাতে মাচাং ভাঙার মড়মড় শব্দ শোনে দরজার কাছে গিয়ে দেখি দু’জন লোক দাঁড়িয়ে আছে। দুর্বৃত্তরা শ্রমিক পরিতোষকে দেখে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরিতোষ জানায়, তাদের কথাবার্তা ও শব্দ শুনে মনে হয়েছে তারা ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল। পরে বাহিরে বের হয়ে দেখি লাউয়ের মাচাং মাটিতে পড়ে রয়েছে। মাচাংয়ের সুতাগুলো কেটে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।
ওই ফার্মের পরিচালক আশিক ইকবাল বাদল দাবি করেছেন- লাউয়ের বাগানে এ পর্যন্ত আমার প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। যে ফলন এসেছিল তাতে প্রায় তিন লাখ টাকার লাউ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। মাচাটি মাটিতে ফেলে দেওয়ায় এখন সব পঁচে যাবে।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয় বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসবি/ডেস্ক

Check out our other content

Check out other tags:

Most Popular Articles