নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের কালিয়ানে গণহত্যা দিবস পালন করা হয়েছে। প্রতি বছরের ১’ লা জুলাই এ দিবস পালন করা হয়। কালিয়ানে গণ শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য সরকার ২০১৯ সালে ওই স্থানে একটি স্মৃতিফলক নির্মাণ করেন। এরই অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা ওই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, দেওয়ান হাবিবুর রহমান, সাবেক সিভিল সার্জন ডাক্তার আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সাবেক সিভিল সার্জন আনোয়ার হোসেন বলেন, আমরা গর্বিত যে আমাদের গ্রামের ১৮ জন বীর সন্তান স্বাধীনতার জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ওই ১৮ জনের কেউই এখনও পর্যন্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি।
উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধারা চাইলে ওই ১৮ জনের নাম শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলার কালিয়ান গ্রামে অতর্কিত হামলা করে ১৮ জন বাঙালিকে নৃশংসভাবে হত্যা করে। এরা হলেন, মুন্সী রমেজ উদ্দীন, জোনাব আলী সরকার, হাবিবুর রহমান মুন্সী, আ: খালেক, বেলায়েত হোসেন, ছানোয়ার হোসেন, লাল মামুদ মিয়া, বাচ্চু মিয়া, ইয়াছিন আলী, মো: ছন্টু মিয়া, কাজী দুলাল হোসেন,
আ: হাই শিকদার, জবেদ আলী শিকদার, ইসমাইল হোসেন, আরজু মিয়া, হৃদয় চন্দ্র সরকার, আ: ছালাম ও আ: জলিল।


