নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা, শহর ও মুজিব কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও ইলিয়াস হাসান স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদন দেওয়া হয়। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আল মামুনকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে। আল মাহমুদ প্রান্ত, সাইফুল ইসলাম হৃদয়, জুয়েল রানা ও আল আমিন আহমেদকে যুগ্মআহবায়ক করা হয়েছে। রেজভী শিকদার শান্ত
কে সভাপতি ও তানভীর হাসানকে সাধারণ সম্পাদক করে শহর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে খন্দকার রফিকুল হাসান বিজয়কে সভাপতি ও সুমন মিয়া সীমান্তকে সাধারণ সম্পাদক করে মুজিব কলেজ ছাত্রলীগের কমিটিও ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত আহবায়ক রাসেল আল মামুন তাকে সখীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক করায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদক, জেলা ছাত্রলীগ সভাপতি সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। রাসেল ছাত্রলীগকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা চেয়েছেন এবং তিনি সকলকে নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
