নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার দু’টি সাংস্কৃতিক সংগঠন আবাহন ও চর্যাসহজিয়া দলগতভাবে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত হওয়ায় উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার সকালে সংগঠন দু’টির কর্মীরা চর্যানিলয়ে ঘরোয়াভাবে এ উৎসবের আয়োজন করে। উৎসবে আলোচনা সভা, গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়। আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কবি ও নারীনেত্রী মোসলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, চর্যাযোগী প্রিন্সিপাল আলীম মাহমুদ, নাট্যজন আলী হাসান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ত্রিশাল উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ বাবুল, কবি হাবিবুর রহমান, কবি আযাদ কামাল, কবি এমরান হাসান, অধ্যাপক বাবুল আক্তার, কবি ও সাংবাদিক মোজাম্মেল হক সজল, শিক্ষক আলী আহম্মেদ রোজদি, হারুন মাহমুদ, মো. কুদরত আলী প্রমুখ বক্তব্য দেন। চর্যাগান পরিবেশন করেন শিল্পী মন্জুশ্রী। এছাড়াও রাখাল রফিক, হুমায়ুন হিমু, দয়াল শফিক, কামাল পাহাড়ি প্রমুখ সংগীত পরিবেশন করেন। প্রসঙ্গত, সখীপুরের দু’টি সাংস্কৃতিক সংগঠন আবাহন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ও চর্যাসহজিয়া সম্প্রতি দলগতভাবে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভূক্ত হয়।
