নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কামরুল হাসান (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের জয়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে। কামরুল হাসান ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও সিরাজ আলী আলীর ছেলে। জানা যায়, কামরুল সোমবার দুপুরে বাড়ির পাশে মসজিদের মিটার থেকে লাইনের তার ছিড়ে পরে থাকতে দেখে। পরে অসাবধানতাবশত সেই তার শরিলের স্পর্শ লাগে। এতে কামরুল হাসান বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


