সাইফুল বারী’র ‘মাই ওভারটাইম বিডি’ অ্যাপস্ ব্যবহার হচ্ছে ৬৯ দেশে

0
216

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত কর্মঘণ্টা হিসাব রাখার অ্যাপ ‘মাই ওভারটাইম বিডি’ ব্যবহার করছে বিশ্বের ৬৯টি দেশের মানুষ। ইতোমধ্যে ৬৯ দেশের একলাখ ডিভাইসে অ্যাপটি ইনস্টল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই অ্যাপের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিভাবান উদ্যোক্তা সাংবাদিক ও গীতিকবি সাইফুল বারী।

জানা গেছে, ‘কষ্টের টাকার নির্ভুল হিসাব’ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে গুগল প্লে স্টোরে ‘মাই ওভারটাইম বিডি’ অ্যাপটি পাবলিশ করে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ‘বারী ল্যাবস্’। এই অ্যাপের মাধ্যমে অতিরিক্ত কর্মঘণ্টা সহজে লিখে রাখা যায়। ক্যালকুলেটরের মাধ্যমে কত টাকা বেতন পাওয়া যাবে তাও বের করা যায়। এ ছাড়া এই অ্যাপের মাধ্যমেই জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ’র ইউটিউব চ্যানেলের গান শোনা যায়।
বর্তমানে অ্যাপটি বিশ্বের ৬৯টি দেশের মানুষ ব্যবহার করেছেন বলে জানান প্রতিষ্ঠাতা সাইফুল বারী।
তিনি বলেন, ওভারটাইম ভিত্তিক যাঁরা কাজ করেন তাঁদের কথা চিন্তা করেই অ্যাপটি তৈরি করা হয়েছে। যদিও শুরুতে দেশের গার্মেন্টস কর্মীদের টার্গেট করেছিলাম। এখন দেখি দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের ৬৯টি দেশের মানুষ এটি ব্যবহার করছেন।
উল্লেখ্য, সাংবাদিক ও গীতিকবি সাইফুল বারী’র লেখা প্রকাশিত গান দিয়েও একটি অ্যাপ প্রকাশ করেছে ‘বারী ল্যাবস’। ‘গানের বই- Bangla Lyrics’ নামক অ্যাপটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এসবি/সানি