নিজস্ব প্রতিবেদক: সখীপুরে হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নিপা আক্তার তন্বী (২৫) পৌরসভার এতিমখানা রোড এলাকার আমিনুল ইসলামের মেয়ে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নলুয়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার পরপরই একদল পুলিশ উপজেলার নলুয়া এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে ১.৭৫ গ্রাম হেরোইনসহ নিপা আক্তার তন্বীকে আটক করা হয়। তার বিরুদ্ধে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে ওই নারী মাদক ব্যবসায়ীকে টাঙ্গাইল জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।