14.2 C
Dhaka
Saturday, January 10, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

১১২ টাকায় ৫১ তরুণ-তরুণীকে সরকারি চাকরি দিলেন নোয়াখালীর ডিসি

জাতীয়১১২ টাকায় ৫১ তরুণ-তরুণীকে সরকারি চাকরি দিলেন নোয়াখালীর ডিসি

অনলাইন ডেস্কঃ ছোটবেলা থেকে বাবাকে দেখে অনুপ্রেরণা পেয়েছি। স্বপ্ন ছিল বাবার অফিসে চাকরি করার। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্যারকে ধন্যবাদ। তার কারণে বিনা টাকায় চাকরি পেয়েছি।

সার্টিফিকেট সহকারী পদে নিয়োগ পেয়ে আপ্লূত হয়ে কথা গুলো বলছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক মো. শাহ আলমের মেয়ে উম্মে হাবিবা আলম।
সাঁটমুদ্রাক্ষারিক-কাম-কম্পিউটার অপারেটর পদে মো. মোশাররফ হোসেন নামের আরেক নিয়োগ প্রাপ্ত বলেন, আমার সামর্থ্য নেই টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়ার। ১১২ টাকা খরচে এত দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরি পাব তা স্বপ্নেও ভাবিনি। এজন্য জেলা প্রশাসক স্যারের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।
মাত্র ১১২ টাকার ব্যাংক ড্রাফটে নোয়াখালী জেলা প্রশাসনে চাকরি পেলেন  উম্মে হাবিবা আলম, মো. মোশাররফ হোসেনসহ ৫১ তরুণ-তরুণী। বিনা টাকায় চাকরি পেয়ে তারা আবেগ-আপ্লুত হয়ে পড়েন। ঘুষ ছাড়া চাকরি দিয়ে ধারণা পাল্টে দিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় ১৩-১৬ গ্রেড ভুক্ত ৫১ জন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। ১০ হাজার ৫১২ জন আবেদনকারীর মধ্যে লিখিত
পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ হাজার ৯১৫ জন। এরপর ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৫১ জন বিভিন্ন পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হন। ১৫ দিনের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করার পর তাদের চূড়ান্তভাবে পদায়ন করা হবে।
সোমবার (২২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কক্ষে ৫১ তরুণ-তরুণীর হাতে ফুল ও নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
অফিস সহকারী পদে নিয়োগ প্রাপ্ত তমা সাহা বলেন,  শুনেছি সরকারি চাকরি মানে ঘুষের ছড়াছড়ি। কিন্তু এ পদে চাকরির জন্য কাউকে এক টাকাও ঘুষ দেওয়া লাগেনি। মাত্র ১১২ টাকা খরচে চাকরি পাব স্বপ্নেও ভাবিনি। যেহেতু ঘুষ ছাড়া চাকরি পেয়েছি তাই আজীবন ঘুষ ছাড়া মানুষকে সেবা দেব।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সবাই বলে ঘুষ ছাড়া নাকি চাকরি হয়না। সরকারি চাকরি পেতে ঘুষ দিতে হয়। কিন্তু আজ সবাই বিনা ঘুষে চাকরি পেয়েছে। এছাড়াও যোগ্যতা ও দক্ষতার বিচারে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু তারা বিনা টাকায় নিয়োগ পেয়েছে তারা যেন বিনা টাকায় মানুষের সেবা করে। যারা আজকে নিয়োগ পেয়েছেন তাদের দেশের জন্য অনেক কিছু করার আছে। নিষ্ঠার সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্বটুকু পালন করলে দেশ দুর্নীতিমুক্ত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আবু ইউসুফসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles