নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোস্তফা কামাল

0
98

নিজস্ব প্রতিবেদক:নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের (ডাব) মনোনীত প্রার্থী মোস্তফা কামাল। শনিবার বিকেল পাঁচটায় সখীপুর প্রেসক্লাবে এসে তিনি এ ঘোষণা দেন। তিনি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ার আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেন বলে সাংবাদিকদের জানান। মোস্তফা কামাল আরো বলেন, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। এর বাইরে কিছু নয়। তিনি বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কাদের সিদ্দিকী বীরউত্তম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন আর এবং আ.লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় ফুপু বলে ডাকেন। তাই পাতানো নির্বাচনে ডামি প্রার্থী হতে চাই না। এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই। উল্লেখ্য নির্বাচনী প্রচারণা রু হওয়ার পর থেকে মোস্তফা কামালকে প্রচারণায় দেখা যায়নি।