নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাম্মদ হোসেন পাটওয়ারী যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি যোগদান করেন। পরে আজ শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, তিনি ৩৪ তম বিসিএসের একজন সদস্য। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সব শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।