নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের লক্ষ্যে বাসা ফাউন্ডেশন পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় পরিচালিত রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট রেজ প্রকল্পের আওতায় সরকারি যুব উন্নয়ন অফিসের সাথে সমন্বয় করে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।

এ বছর সরকার প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ একত্রে পালন করা হয়েছে।
যুবসমাজের অপরিসীম উদ্যোগ সম্ভাবনাময় ও সৃজনশীল উদ্ভাবনী শক্তি দেশের আর্থ- সামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর সংকল্প নিয়ে বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে আরো টেকসই ন্যায় সঙ্গত এবং উদ্বাবনী বিশ্ব গঠনে যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে।
গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে যুব সমাজের অপরিহার্য সম্পৃক্ততার প্রেক্ষাপটে এ বছরের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “প্রযুক্তি নির্ভর বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাসা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে সমন্বয় করে মির্জাপুর উপজেলার বিভিন্ন সড়কে বাসা ফাউন্ডেশন এর বিটিআরসিতে একটি আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন- রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. হেলাল উদ্দিন, বিটিআরসির ট্রেনিং কো-অর্ডিনেটর মো. সাইদুল ইসলাম। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণ।