নিজস্ব প্রতিবেদক: সখীপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ ও পৌরবাসী নেন। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেয়র আবু হানিফ আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, ডায়বেটিস সমিতির সাধারণ সম্পাদক মেছের উদ্দিন মিয়া, পেনেল মেয়র বিল্লাল শিকদার, ব্যবসায়ী সামাদ শিকদার প্রমুখ। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, সখীপুর পিএম পাইলট সরকারি মডেল স্কুল কলেজের শিক্ষক একেএম ফজলুল হক, ইসমাইল শিকদার, আদর্শ শিশু কাননের শিক্ষক আনোয়ার হোসেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
